বিশ্বের কিছু জানা-অজানা তথ্য এবং সাধারণ জ্ঞান



জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য....
...........>>>>>
১. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উত্তর : #তিস্তা বাধ প্রকল্প।
২. প্রশ্ন : বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কী?
উত্তর : #বিআরআরআই
৩. প্রশ্ন : বিআরআরআই কোথায় অবস্থিত?
উত্তর : #গাজীপুর
৪. প্রশ্ন : বিএডিসি বলতে কী বোঝায়?
উত্তর : Bangladesh Agricultural Development Corporation
(বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা)।
৫. প্রশ্ন : বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমাণ কত?
উত্তর : ০.১৪ একর।
৬. প্রশ্ন : বাংলাদেশ সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে?
উত্তর : এসএসপি।
৭. প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালে।
৮. প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে কার্যক্রম শুরু করে?
উত্তর : ১৯৭৩ সালে।
৯. প্রশ্ন : বাংলাদেশের সাথে কয়টি দেশের
সীমান্ত রয়েছে?
উত্তর : ২টি।
১০. প্রশ্ন : গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর : ময়মনসিংহ।
১১. প্রশ্ন : বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : ফরিদপুরে।
১২. প্রশ্ন : বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তর : দিনাজপুর।
১৩. প্রশ্ন : বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র?
উত্তর : ৩২তম।
১৪. প্রশ্ন : বাংলাদেশের কোন মসজিদকে
ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?
উত্তর : ষাট গম্বুজ মসজিদ।
১৫. প্রশ্ন : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন কে?
উত্তর : সম্রাট আকবর।
১৬. প্রশ্ন : কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি
কে?
উত্তর : হামিদুর রহমান।
১৭.প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তর দ্বীপের নাম কি?
উত্তর : ভোলা।
১৮.প্রশ্ন : বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
উত্তর : ভোলা।
১৯.প্রশ্ন :বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উত্তর : সেন্টমার্টিন।
২০.প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর : ৮ বর্গ কিলোমিটার।
২১.প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?
উত্তর : নারিকেল জিঞ্জিরা।
২২.প্রশ্ন : ছেঁড়া দ্বীপের আয়তন কত?
উত্তর : ৩ কিলো মিটার।
২৩.প্রশ্ন : নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : নোয়াখালী।
২৪.প্রশ্ন : নিঝুম দ্বীপের পুরনো নাম কি?
উত্তর : বাউলার চর।
২৫.প্রশ্ন : পর্তুগীজরা কোন দ্বীপে বসবাস করত?
উত্তর : ভোলার মনপুরা দ্বীপে।
২৬.প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট কন্ট্রেল বোর্ড (বিসিবি) গঠিত হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয়।
২৭.প্রশ্ন : বাংলাদেশ কবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সহযোগী সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯৭৭ সালে।
২৮.প্রশ্ন:বাংলাদেশ রেলওয়ে কয়টি ভাগে বিভক্ত?
উঃ ২টি।
-
২৯.প্রশ্ন :বাংলাদেশে রেলপথ অাছে কত প্রকার?
উঃ ৩ প্রকার।
-
৩০.প্রশ্ন :নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উঃ ৬.১৫ কিমি।
৩১.প্রশ্ন :যমুনা সেতুর দৈর্ঘ্য কত?
উঃ ৪.৮ কিমি।
-
৩২.প্রশ্ন :প্রথম পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে কোথায়?
উঃ মাওয়া-জাজিরা পয়েন্টে।
১, বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্না
আছে?
উ, #হিমছড়ি
-
২, বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্না
আছে?
উ, #সীতাকুন্ড
-
৩, বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার
নাম কি?
উ, #bdnews 24 . com
-
৪, দেশের দ্বিতীয় মেরিন একাডেমী কোথায়?
উ, #পাবনা
-
৫, বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উ, ৫৭ টি
-
৬, বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে status লাভ করে
কখন?
উ, ১৯৯৭ সালে
-
৭, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটি
কে?
উ, চট্টগ্রাম
-
৮, VAT দিবস কবে?
উ, ১০ জুলাই
-
৯, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি ?
উ, চলন বিল
-
১০, বাংলাদেশের সাথে ভারত ও মায়নমারের
সংযোগ রয়েছে কোথায়?
উ, রাঙ্গামাটি
-
১১, পদ্মা নদীর অপর নাম কি?
উ, কীর্তিনাশা
-
১৩, বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের
নাম কি?
উ, জীবন তরী
-
১৪, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?
উ, তিতাস
-
১৫, KAFCO কোথায় অবস্থিত?
উ, চট্টগ্রাম
১৬,কোন খাদ্য পচন ধরে না?
#মধু
১৭, ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
#রংপুর ।
১৮, ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কয়টি?
-৮১ টি।
১৯,বাংলাদেশ থেকে সব চেয়ে বেশি ঔষধ
রপ্তানি হয় কোন দেশে?
-ব্রাজিল।
২০, ২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য
টুর্নামেন্ট কে হয়?
-মিচেল স্টার্ক
২১,এগার দফা আন্দোলন কখন হয়েছিলো?
-১৯৬৯ সালে।
২২,শুক্র গ্রহের অপর নাম কি?
-শুকতারা বা সন্ধ্যাতারা।
২৩, ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো?
-বংশী ও শীতলক্ষ্যা
২৩, সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
-আবুল আহসান।
২৪, ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?
-ইংল্যান্ডে
২৫, টাচ স্ক্রিন মোবাইল সেট উদ্ভাবন করে কে?
-স্টিভ জবস
২৬,বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি?
-কার্বন-ডাই-অক্সাইড,CFC,N2O মিথেন নাইট্রোস
অক্সাইড।
২৭, বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
--অালালের ঘরের দুলাল
১।প্রশ্ন :- আরবের দুঃখ কোন দেশকে বলা হয়?
উ:- ফিলিস্তিন কে।
২।প্রশ্ন :-আফগানিস্তান অর্থ কী?
উ:-আফগানদের দেশ।
৩।প্রশ্ন :-শাহান শাহ অর্থ কী?
উ:-রাজার রাজা।
৪।প্রশ্ন :-১ম বিশ্বযুদ্ধ কতো সালে হয়?
উ:-১৯১৪ সালের ২৮ জুলাই।
৫।প্রশ্ন :-১ম বিশ্বযুদ্ধ বন্ধ হয় কতো সালে?
উ:-১৯১৮ সালের ১১ অক্টোবর।
৬।প্রশ্ন :-২য় বিশ্বযুদ্ধ কতো সালে হয়?
উ:-১৯৩৯ সালে।
৭।প্রশ্ন :-ইরানের প্রাচীন নাম কি?
উ:-পারস্য
৮।প্রশ্ন :-শাহনামা কে রচনা করেন?
উ:-ফেরদৌসী
৯।প্রশ্ন :-তুর্কি জাতির প্রতিষ্ঠাতা কে?
উ:-মোস্তফা কামাল পাশা
১০।প্রশ্ন :-কানুন শব্দের অর্থ কী?
উ:-আইন
১১।প্রশ্ন :-ইরান-ইরাক যুদ্ধের মূল কারন কী ছিলো?
উ:-সীমান্ত সমস্যা।
১২।প্রশ্ন :-আফগানিস্তানে কাদের তালেবান বলা হয়?
উ:-আফগানিস্তানে ইসলামী ছাত্র সংগঠনের মিলিশিয়া বাহিনীকে।
১৩।প্রশ্ন :-আফগানিস্তানের মোট প্রদেশের সংখ্যা কতো?
উ:-৩৪ টি।
১৪।প্রশ্ন :-সৌদি আরবের প্রদেশের সংখ্যা কতো?
উ:-১৩টি।
১৫।প্রশ্ন :-ইসলামের মূল কেন্দ্রবিন্দু কোনটি?
উ:-সৌদি আরব।
১৬।প্রশ্ন :-ইরাকের প্রদেশের সংখ্যা কতো?
উ:-১৮ টি।
১৭।প্রশ্ন :-ইরাকের রাজধানীরর নাম কী?
উ:-বাগদাদ।
১৮।প্রশ্ন :-কতো সালে সাদ্দাম হোসেনের ফাঁসির ঘোষণা করা হয়?
উ:- ২০০৬ সালের ৫ নভেম্বর।
১৯।প্রশ্ন :-কাতারের রাজধানীর নাম কী?
উ:-দোহা।
২০।প্রশ্ন :-পানিপথের ১ম যুদ্ধ কতো সালে হয়?
উ:-১৫২৬ সালে।
২১।প্রশ্ন :-পানিপথের ২য় যুদ্ধ কতো সালে হয়?
উ:-১৫৫৬ সালে।
২২।প্রশ্ন :- পানিপথের ৩য় যুদ্ধ কতো সালে হয়?
উ:-১৭৬১ সালে।
২৩।প্রশ্ন :-ইতিহাসের জনক কে?
উ:-হেরোডোটাস।
২৪।কে সর্বপ্রথম হিজরী সনের প্রবর্তন করেন?
উ:-হযরত ওমর (রা)।
২৫।বিশ্বের প্রথম লিখিত শাসনতন্ত্র কোনটি?
উ:-মদিনা সনদ।
বি:দ্র:-পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন