আউটসোর্সিংয়ে ক্যারিয়ার



Outsourcing কী ?
Outsourcing হচ্ছে যে কাজটা আমি বাইরে থেকে করে নিয়ে আসছি, যেটা মূলত in-house production নয়। আমরা এখানে মূলত Internet base outsourcing এর কথা বলছি। আমরা চাইলে যে কেউ outsourcing করতে পারি সেক্ষেত্রে আমাদের computer সম্পর্কে একটা basic ধারণা থাকা প্রয়োজন এবং যেকোনো একটি বিষয়ে expert হওয়া প্রয়োজন।
কীভাবে আমরা Outsourcing করব?
Outsourcing করার জন্যে অনেক on-line marketplace রয়েছে। এখানে আমরা তিনটি জনপ্রিয় marketplace এর কথা বলছি যেমন :
www.upwork.com
www.Freelancer.com
www.Guru.com
এদের মধ্যে upwork সব থেকে বেশি জনপ্রিয় কারণ এখানে available কাজ পাওয়া যায়, বাংলাদেশের অনেকেই এখানে কাজ করে। upwork এ কাজের rating অনেক বেশি, কিন্তু এখানে কাজ করার জন্যে একটু বেশি দক্ষতার প্রয়োজন।
On-line marketplace এ ২ ধরনের member রয়েছে:
Employer (যারা আমাদের কাজ দেন) Contractor (আমরা যারা কাজ করি)
Outsourcing work category:
এখানে সাধরণত দুই ধরনের কাজ আছে non-technical এবং technical. Technical কাজ করার জন্যে আপনাকে computer এর অনেক বিষয়ে expert হতে হবে কিন্তু non-technical কাজের জন্যে আপনাকে শুধুমাত্র specific একটি বিষয়ের উপর দক্ষ হলেই চলবে।
Non-technical Category:
Writing & Translation Administrative Support Customer Support Sales & Marketing Business Service
Technical Category:
Web Development Software Development Design & Multimedia Network & Information system এসব কাজের জন্যে আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনি যে কাজটি ভাল জানেন ঘরে বসে সেই কাজটি করতে পারেন।
Payment Method:
আমরা যে কাজগুলো করব সবগুলোর payment পাওয়ার জন্যে বেশ কয়েকটি মাধ্যম রয়েছে যেমন:
Bank Ware Skrill Payoneer Paypal এদের মধ্যে Bank Ware এবং Skrill খুব বেশি জনপ্রিয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন