পিডিএফ রিডার ছাড়াই অনলাইনে পিডিএফ ফাইল পড়ুন



কাজের প্রয়োজনে আমাদের বিভিন্ন সময় পিডিএফ ফাইল ব্যবহার করতে হয় ।পিডিএফ ফাইল পড়ার জন্য দরকার পড়ে পিডিএফ রিডার সফটওয়্যার। কিন্তু যদিজরুরী সময়ে পিডিএফ রিডার সফটওয়্যারটি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে তাহলে কি করবেন ? তবে গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে পিডিএফ রিডার ছাড়াই অনলাইনে পিডিএফ ফাইল পড়তে পারেন।এজন্য gPDF নামের একটি আলাদা প্রোগ্রামব্রাউজারে ইনস্টল করে নিতে হবে।গুগল ক্রোমের জন্য এক্সটেনসনটি http://chrome.google.com/extensions/detail/egljjohbmnnpicoiddaapkpejfpnmmpe ঠিকানার সাইট থেকে নামিয়ে নিন।মজিলা ফায়ারফক্সের অ্যাডঅন প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/14814/ ঠিকানা থেকে নামিয়ে নিন।প্রোগ্রামটি নামানোর পর ব্রাউজার পুনরায় চালু (রির্স্টাট) করতে হবে ।এরপর থেকে অনলাইনে কোন পিডিএফ ফাইল খুললে সেটি অটোমেটিক গুগল ডকস ভিওয়ারের সাহায্যেপ্রদর্শিত হবে এবং পড়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন