যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান আজকেই যোগাযোগ করুন উওরা ইনফোটেক এ.




কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ কম্পিউটার ও ইন্টারনেট তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অর্থের বিনিময়ে অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয়ার এ কাজকে আউটসোসিং বলে। যারা আউটসোর্সিং কাজ করেন তাদের এই পেশাকে বলা হয় ফ্রিল্যান্সিং। যারা আউটসোর্সিং এর কাজ করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, ই-ল্যান্স, গুরু, ভি-ওয়ার্ক, আপওয়ার্ক ইত্যাদি অনলাইন জব মার্কেটপ্লেস।
ডেটা এন্ট্রি, SEO সোস্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের চাহিদা বেশী।

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় সকলের/তরুনদের আগ্রহের কারণ কী?

এ ধরনের কাজে অফিসের মত বিশেষ কোন স্থান বা ধরাবাঁধা সময় দিতে হয়না, অন্যান্য পেশার সাথে জড়িত ব্যক্তি, গৃহীনি এমনকি ছাত্ররাও তাদের পড়ালেখার পাশাপাশি এ পেশায় জড়িত হতে পারে। তরুনদের প্রতি আগ্রহ প্রবল, পড়াশোনার পাশাপাশি যে কোন স্থানে বসেই এ ধরনের কাজের সুযোগ রয়েছে বলে তারা এ ধরনের পেশায় আগ্রহী।

মাল্টিমিডিয়া ক্লাসরুম কেন ফলপ্রসূ?

এটি এমন একটি ক্লাসরুম যেখানে বর্ণ, চিত্র ও শব্দ এই তিনিটি মিডিয়া সম্বলিত ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার করে পাঠদান করা হয় তাকে মাল্টিমিডিয়া ক্লাসরুম বলে। শিক্ষা উপকরণ হিসেবে রয়েছে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারএকটিভ সফটওয়্যার বা ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, অ্যানিমেশন, ভিডিও ক্লিপস্, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি
শিক্ষা উপকরণ হিসেবে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারএকটিভ সফটওয়্যার বা ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, অ্যানিমেশন, ভিডিও ক্লিপস্, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ব্যবহার করা হয় ফলে পাঠদান কার্যক্রমকে করে তোলে আনন্দদায়, দূর্বল শিক্ষার্থীদের জন্য সহজবোধগম্য, অল্পসময়ে শিখনফল হয় স্থায়ী, বেশী পাঠদান সম্ভব হয় বলে এটি ফলপ্রসূ।

আমাদের অফিসের ঠিকানা:
উওরা ইনফোটেক
৮৭, বিএনএসসেন্টার, ৬ষ্ঠতলা(রুমনং-৬১০/এ, এবং৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো :০১৯৩৫৯০০৯৩৩, ০১৬১১৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uttarainfotech.com
অথবা
নন্দীভবন - (৩য়তলা),
(ইসলামীব্যাংকসংলগ্ন, গাজীপুরইঞ্জিনিয়ারিংইনষ্টিটিউটএরপাশের বিল্ডিং),
চন্দনাচৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো :০১৯৭৩৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uit.com.bd

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/uttarainfotech/ ,
https://www.facebook.com/freelancingtrainingingazipur/ ,
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/watch…
ইমেইলঃ admin@uttarainfotech.com ,
ভাল লাগলে বন্ধুদেরকে জানিয়ে দিতে শেয়ার করে দিন এখুনি। ফ্রিল্যান্সিং এ আমাদের ফলো করবেন আশা করি ।

আসছে নতুন আইপ্যাড

আগামী বছরের শুরুতে তিনটি নতুন মডেলের আইপ্যাড বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান বারক্লেইসের বিশ্লেষকেদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার।

বিশ্লেষকেরা বলেন, আগামী বছরের মার্চ মাসে নতুন আইপ্যাড বাজারে আসতে পারে। তিনটি মডেলের মধ্যে দুটি মডেল হবে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের হালনাগাদ সংস্করণ এবং একটি হবে সম্পূর্ণ নতুন মডেল।


বাজার বিশ্লেষকেদের মতে, নতুন আইপ্যাড হিসেবে ১০ দশমিক ৯ ইঞ্চি মাপের একটি নতুন মডেল আনতে পারে অ্যাপল। এ ছাড়া ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো থেকে ‘প্রো’ কথাটি বাদ দিয়ে একটি মডেল আসতে পারে। এ মডেলের দাম এবার কিছু কমাতে পারে অ্যাপল। আইপ্যাড মিনির পাশাপাশি নতুন এই আইপ্যাড বিক্রি হবে।

১২ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো মডেলটির একটি হালনাগাদ সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ১০ দশমিক ৯ ইঞ্চি মডেলের আইপ্যাডে ডিসপ্লে প্যানেল ভবিষ্যতের আইফোনের ডিসপ্লে সম্পর্কে ধারণা দিতে পারে। অবশ্য এ বিষয়ে অ্যাপল কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে অ্যাপলের কাছে ডিসপ্লে সরবরাহকারী শার্পের প্রেসিডেন্ট টাই জেং-ইয়ু বলেছেন, আইফোনে ওএলইডি প্যানেল ব্যবহৃত হবে। তথ্যসূত্র: টেকটাইমস।

Best SEO Company in Gazipur




আমাদের আপকামিং ব্যাচটি শুরু হবে ১৯/১০/১৬ইং
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সময়ের আলোচিত একটি পেশা। যারা ওয়েব উদ্যোক্তা বা ওয়েবমাস্টার হতে চান তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা অবশ্যই জরুরি। এছাড়া যারা সফল ফ্রিল্যান্সার হতে চান তারাও এসইও শিখে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে শত শত ডলার আয় করতে পারেন। বিশেষ করে যাদের কম্পিউটারের সাধারণ জ্ঞান আছে এবং ইংরেজিতে লেখালেখি করতে পারেন তারা এই পেশাকে বেছে নিতে পারেন অনায়াশেই। বাংলাদেশি শত শত ফ্রিল্যান্সার এসব কাজ করে শত থেকে হাজার হাজার ডলার আয় করে থাকেন। অল্প সময়ে কাজ করে প্রচুর টাকা আয়ের অন্যতম উপায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি নিজের সাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন তাহলে এর মাধ্যমে অধিক পরিমানে ভিজিটর পাবেন। যেহেতু ভিজিটর = টাকা হিসেবে বিবেচনা করা হয় সেহেতু যতো ভিজিটর আসবে আপনার ব্যবাসয়িক লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া ঘরে বসে রিলাক্স মোডে কাজ করা ও তার মাধ্যমে আয় করার এটাই সুযোগ।
কেন শিখবেন এসইও :
√ বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে (upwork.com, freelancer.com, fiverr.com ইত্যাদি) ভিজিট করলে দেখা যায়, এসইওর কাজ সবচাইতে বেশি।
√ এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইট গুগলের প্রথমে আনতে পারলে এবং ভিজিটর প্রচুর পরিমানে ওয়েবসাইটে আসলে বিভিন্ন লোকাল কোম্পানীর বিজ্ঞাপন আপনার ওয়েভসাইটে ব্যবহার করে মাসে লাখ টাকাও আয় করতে পারবেন। যেমন টেকটিউনসে কোন প্রকার এ্যাডসেন্স ব্যবহার করা হয়না। এখানের আয় সম্পূর্ণ লোকাল বিজ্ঞাপন।
√ এসইও শিখার আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এসইও কোর্স একটি কিন্তু আয় করার সেক্টর অনেকগুলো। যেমনঃ ফোরাম পোস্টিং বা ব্লগ কমেন্টিং বা লিংকবিল্ডিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কনটেন্ট রাইটিং বা পুরো এসইও করে আয় করা যায়।
√ প্রতিদিন মাত্র ৩-৪ ঘন্টা সময় দিয়ে এসইও করা যায়। সেজন্য অন্য চাকুরী পাশাপাশি এটি শিখে আয় করা সম্ভব।
যাদের জন্য এ কোর্সটি:
• কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
• চাকুরীরত ব্যাক্তি
• বেকার বা চাকুরী খুজছেন
• যারা আউটর্সোসিং করতে আগ্রহী
• ঘরে বসে কাজ করতে আগ্রহী
• অনলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী
কোন কোন মার্কেটপ্লেসে আপনি কাজ করবেন:
এই কোর্সটি করে আপনি শিখতে পারবেন আপ-ওয়ার্ক.কম, ফ্রিল্যান্সার.কম, ইল্যান্স.কম, ফাইভার.কম সহ অন্যান্য মার্কেটপ্লেস গুলো সম্পর্কে; যা আপনার কাজ করার প্লাটফর্ম। শুধু মার্কেটপ্লেসে নয় লোকাল মার্কেট থেকেও প্রতিনিয়ত কাজ পাওয়ার বহু সম্ভাবনা রয়েছে এসইও এর ক্ষেত্রে।
এছাড়াও যেসকল সুবিধাগুলো পাচ্ছেনঃ
– মাল্টি-মিডিয়া প্রজেক্টর দ্বারা ক্লাসের ব্যবস্থা।
– আন্তরিক ও প্রফেশনাল প্রশিক্ষণ Environment.
– প্রতিটি ক্লাসের Video Script।
– সকলেই অনলাইন ক্যারিয়ার এর রিয়াল প্রজেক্টে কাজ করার সুবিধা পাবে।
আমাদের অন্যান্য সেবা সমূহ :-
** ওয়েব ডেভেলপমেন্ট ।
** সফ্টওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি।
** এস ই ও. (Search Engine Optimization)।
** সোশাল মিডিয়া মার্কেটিং (Facebook, twitter, G-plus, Linked in, etc).।
** ই মেইল মার্কেটিং ।
** ডিসপ্লে মার্কেটিং (online news paper & Web Site )।
** এস এম এস মার্কেটিং ।
** ব্র্যান্ড প্রমোশন ।
আমাদের সাথে যোগাযোগ :
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা
নন্দী ভবনের – (৩য় তলা),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩ 

Best Web Development Training Center




কোর্স শুরু :১০/১০/২০১৬ ইং
ভর্তি চলবে :০৯/১০/২০১৬ইং পর্যন্ত
বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ওয়েব ডিজাইন এর মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনারগণ। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। প্রফেশনাল ওয়েব ডিজাইনার বর্তমান সময়ের অন্যতম লোভনীয় প্রফেশন। একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এর কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠান গুলোতে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে। তাই দিনদিন ওয়েব ডিজাইনিং কিংবা ওয়েব ডিজাইন -এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উত্তরা ইনফোটেক দক্ষ ও প্রফেশনাল প্রশিক্ষক দ্বারা আন্তরিকতার সহিত ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ শিখিয়ে থাকেন।
কি কি শিখতে পারবনে এই কোর্স থেকে:
১. এইচটিএমএল, এইচটিএমএল-৫
২. সিএসএস, সিএসএস-৩
৩. জাভাস্ক্রিপ্ট
৪. জে-কোয়েরি
৫. পিএসডি টু এইচটিএমএল
৬. পিএইচপি
৭. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্লগসাইট তৈরি করতে হয়
৮. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে হয়
৯. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ব্যাবসায়িক সাইট তৈরি করতে হয়
১০. ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি অনলাইন শপিং/ই-কমার্স সাইট তৈরি করতে হয় ।
এছাড়াও পাচ্ছেনঃ
-মাল্টি-মিডিয়া প্রজেক্টর দ্বারা ক্লাসের ব্যবস্থা।
– আন্তরিক ও প্রফেশনাল প্রশিক্ষণ Environment.
– প্রতিটি ক্লাসের Video Script।
– সকলেই ওয়েব ডিজাইনিং এর রিয়াল প্রজেক্টে কাজ করার সুবিধা পাবে।
ভর্তি এবং প্রশিক্ষণ ফি:
আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ হবে সপ্তাহে ০৩ দিন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতি বার । ৩ মাসের প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি : ১২,৫০০/-.টাকা।
আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার, ৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা ,
নন্দী ভবন (৩য় তলা),
(ইসলামী ব্যাংক এর পশ্চমি পার্শ্বে),
চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.uit.com.bd, www.uttarainfotech.com

Professional Website Design and Development Service Provider Company


তথ্যপ্রযুক্তির এই যুগে সারা পৃথিবী যখন হাতের মুঠোয়। E-Commerce এর এই জগতে পৃপৃথিবীর অর্থনীতির বাহন যেখানে Totally Internet এর উপর নির্ভরশীল; আর ঠিক এই সময় আপনার প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট কতটা জরুরী।
হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে আপনার পণ্য বা সেবার একমাত্র Introducer একটি মানসম্মত ও নান্দনিক ওয়েবসাইট। E-Commerce এর দুনিয়ায় একটি ওয়েবসাইটই পারে আপনার পণ্য বা সেবাকে প্রায় ৭০০ কোটি মানুষের কাছে পৌছে দিতে। আপনার নির্দিষ্ট এলাকার বাইরে একটি ওয়েবসাইটই আপনার বাণ্যিজ্যিক অফিস, ব্যবসায়িক ঠিকানা, আপনার পণ্য বা সেবার Introducer। পৃথিবীর বিখ্যাত Product Marketing Site, Amazon, E-Bay, Commission Junction, Click Bank বাংলাদেশের BD Jobs, Bikroy.com, ekhanei.com, sharirbazar.com ইত্যাদি সাইটকে চেনেন না এধরণের মানুষ আছে বলে বিশ্বাস হয় না। যেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ ডলারের বাণ্যিজ্যিক লেনদেন হচ্ছে। সেখানে সবই সম্ভব একমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে।
এসকল   ওয়েবসাইট  তৈরি করার  জন্য দরকার একজন দক্ষ  ও  প্রফেশনাল  Web Developer.
Uttara Infotech আপনাকে দিচ্ছে একটি মানসম্মত আন্তর্জাতিক মানের ওয়েবসাইট তৈরির সম্পূর্ণ নিশ্চয়তা। আমাদের দক্ষ ও প্রফেশনাল ওয়েব ডেভেলপারগণ আপনার প্রতিষ্ঠানের কাঙ্কিত যে কোন ধরণের Personal Website, Company Website, News site, Blog Site, Software ইত্যাদি তৈরি করে দিতে বদ্ধ পরিকর।
যে কোন ধরণের ইনফরমেশনের জন্য যোগাযোগ করুন
হ্যালো : ০১৯৩৫ ৯০০ ৯৩৩
অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে
৮৭, বিএনএস সেন্টার,
৬ষ্ঠ তলা, রুম নং- ৬১০/এ,
সেক্টর-৭, উত্তরা, ঢাকা।

কম্পিউটারে সি ড্রাইভ কেন ডিফল্ট ড্রাইভ হয়?


প্রত্যেক কম্পিউটার ও ল্যাপটপেই রয়েছে সি ড্রাইভ। সেখানেই থাকে অপারেটিং সিস্টেমসহ সব গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও প্রয়োজনীয় ডাটা। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সি ড্রাইভটি সবসময় ডিফল্ট ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু সবসময় সি ড্রাইভ কেন? সেটা ভেবে দেখেছেন কি? এই প্রশ্নের উত্তর জানিয়েছে স্কুপহুপ ডটকম।
কোনো ইউএসবি ড্রাইভ ব্যবহার করা হলে সেখানে ডি, ই, এফ, জিসহ আরো অন্য ড্রাইভ ব্যবহার করা যায়। কিন্তু তাহলে এ আর বি ড্রাইভের কাজটা কী?
প্রথম দিককার কম্পিউটারে ইন্টারনাল স্টোরেজের ব্যাপারটি খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা হতো না। এর বদলে বরং ব্যবহার করা হতো ফ্লপি ডিস্ক ড্রাইভ।
মূলত দুই আকারে ফ্লপি ডিস্ক পাওয়া যেত ৫ ১/৪” এবং ৩ ১/২”। আর এই দুই আকারে ফ্লপি ডিস্কের জন্য বরাদ্দ ছিল ড্রাইভ এ ও বি।
এটা ছিল ১৯৮০ এর দশকের শেষের দিককার কথা। এর পরই হার্ড ড্রাইভের ডাটা স্টোরেজ নিয়ে বিজ্ঞানীরা চিন্তাভাবনা শুরু করেন এবং সি ড্রাইভকেই এই কাজের জন্য বেছে নেওয়া হয়। অর্থাৎ কম্পিউটারের স্টোরেজের জন্য সি ড্রাইভকে ব্যবহার করা শুরু হয়। আর সে কারণেই কম্পিউটার অপারেটিং সিস্টেমও সি ড্রাইভকেই ডিফল্ট ড্রাইভ হিসেবে ব্যবহার করা শুরু করে।
ধীরে ধীরে ফ্লপি ড্রাইভ বিলুপ্ত হয়ে গেলেও এ ও বি ড্রাইভ রয়ে গেছে। তবে চাইলে যে ডিফল্ট ড্রাইভ পাল্টানো যাবে না, এমন কোনো কথা নেই। এ বা বি ড্রাইভকেও ডিফল্ট ড্রাইভ হিসেবে ব্যবহার করা যাবে তবে সেজন্য উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস প্রয়োজন হবে।