ফেসবুকে যেভাবে ৩৬০-ডিগ্রী ছবি পোস্ট করবেন


ফেসবুক এ বছরের প্রথম দিকে ইউজারদের ৩৬০ ডিগ্রী ছবি পোস্ট করার সুযোগ করে দেয়। এ ছবি দিয়ে ইউজাররা কোন দৃশ্যের উঁচু, নিচু, সামনে এবং পিছনের অংশ দেখতে পাবেন। ৩৬০ ডিগ্রী ফটো বিশেষ ৩৬০ ক্যামেরা অথবা আইফোন বা স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনে প্যানোরোমা তোলা যায়। স্ট্রিট ভিউ এবং গুগল ক্যামেরার মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরণের ছবি তোলা যায়।
বেশিরভাগ ইউজারই ফেসবুকে ৩৬০ ডিগ্রী ছবি পোস্ট করার চেষ্টা করে না। তবে আপনি যদি নিচের যেকোন একটু টুল ব্যবহার করে ছবি তোলেন তবে ৩৬০ ডিগ্রী ছবি পোস্ট সাধারণ ছবি পোস্টের মতো সহজ মনে হবে। এখানে ফেসবুকে কিভাবে ৩৬০ ডিগ্রী ফটো পোস্ট করবেন তার একটি গাইডলাইন দেওয়া হলো:
ওয়েবের ক্ষেত্রে,
  • টাইমলাইনের নিউজ ফিড সেকশন থেকে ফটো/ভিডিও ট্যাবে ক্লিক করুন।
  • ছবি সিলেক্ট করুন।
  • নির্দিষ্ট বন্ধুর সাথে শেয়ার করুন।
  • ক্লিক এবং ড্রাগ করে ছবিটি দেখুন।
  • টাইমলাইন অথবা নিউজ ফিড সেকশনের উপরে ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ বক্সে ট্যাপ করুন।
  • ফটো/ভিডিও অপশন সিলেক্ট করে ছবি পছন্দ করুন।
  • নির্দিষ্ট বন্ধুদের সাথে শেয়ার করুন।
  • আঙ্গলু নাড়িয়ে ছবি দেখুন।
  • আপনি চাইলে ছবিতে ট্যাপ করে ফুল স্ক্রিন ভিউ দেখতে পারবেন।
  • বর্তমানে ফেসবুক একবারে একটি মাত্র ৩৬০ ডিগ্রী ফটো পোস্ট করার সুযোগ দিচ্ছে। তাছাড়া এটি প্রোফাইল পিকচারও করা যাবে না। এটি ফেসবুকের ৩৬০-ভিডিও থেকে ভিন্ন। ওসব ভিডিও ধারণ করতে বিশেষ সেটের ক্যামেরা দরকার পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন