অভ্র এর লেখাগুলোকে বিজয়ে কনভার্ট করুন | ইউনিকোড থেকে আনসি | Convert Avro Text To Bijoy | Unicode To ANSI

আমরা অনেকেই ইউনিকোড এর ফন্ট নিয়ে সমস্যাতে পরে থাকি। যেমন ইউনিকোডের ফন্টগুলোর সাইজ একটু বড় হয়। তাছাড়া আমরা আনসি বা বিজয়ের ফন্টগুলো দেখে অভ্যস্ত। তাছাড়া অনেক সময় অভ্র দিয়ে লেখা টেক্সট গুলোর ফন্ট আমরা বিজয়ের ফন্টের মত করতে পারি না। তাই অভ্র আপনাকে এই সুবিধা দিচ্ছে।
আপনি অভ্র দিয়ে যে লেখাটি লেখেন সেটি হল ইউনিকোড। আর বিজয় দিয়ে যেটি লেখেন সেটি হলো আনসি। তাই ইউনিকোড দিয়ে লেখার ফলে আনসি এর ফন্ট ব্যাবহার করতে পারবেন না। যেমন আপনি অভ্র দিয়ে লিখে লেখাটা সুত্বনী এমজে যেই ফন্ট সেই ফন্টে নিতে পারবেন না। এজন্য আপনাকে আপনার ইউনিকোড লেখাটা মানে অভ্র দিয়ে লেখা অংশটুকুকে বিজয়ে মানে ইউনিকোডে কনভার্ট করতে হবে। তার পরে কনভার্টেড টেক্সটটি কপি করে কোন ডক ফাইলে রেখে দিন। তারপরে আপনি আনসি ফন্ট বা বিজয়ের ফন্ট ব্যবহার করতে পারবেন লেখাটিতে।
তো আসুন এক নজরে কি কি করতে হবে দেখে নেই।
আপনার অবশ্যই অভ্র ইন্সটল থাকতে হবে যেহেতু আমরা অভ্র এর লেখা নিয়ে কাজ করবো। তাছাড়া যেই টুলটা আমরা ইউস করবো কনভার্ট করার জন্য তা অভ্র এর মধ্যেই আছে তাই আপনাকে অন্য ইউনিকোড লেখা বা ওয়েব থেকে কপি করা লেখা কনভার্ট করতে হলেও অভ্র ইন্সটল করে নিতে হবে।
অভ্র পিসি চালুর সাথে সাথেই চালু হয়। আর অভ্র আপনি দুই জায়গায় পেতে পারেন একটা হলো টপ বারে আরেকটা হলো সিস্টেম ট্রে।
যদি আপনার টপ বারে মানে ডেস্কটপের উপরে অভ্র এর টুলবারটি থাকে তাহলে আপনি সেখানের গিয়ারের আইকনে ক্লিক করুন। সেখান হতে Unicode to Bijoy text converter এ ক্লিক করুন।
আর যদি আপনার সিস্টেম ট্রে তে থাকে অভ্র তাহলে সিস্টেম ট্রে এর অভ্র আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। সেখান হতে Tools > Unicode to Bijoy text converter এ ক্লিক করুন।
এবার নিচের উইন্ডোর মত করে একটি উইন্ডো আসবে।
এবার এখানে উপরের টেক্সট বক্সে আপনার ইউনিকোড বা অভ্র দিয়ে লেখা টেক্সটটুকু পেস্ট করুন। তারপরে Convert to Bijoy encoding >> বাটনে ক্লিক করুন। তাহলে নিচের টেক্সট বক্সে আপনার কনভার্ট হওয়া টেক্সট পাবেন।
এবার নিচের টেক্সট বক্স হতে টেক্সটটুকু কপি করে যেকোন ডক ফাইলে নিন। এবার বিজয়ের ফন্ট দিয়ে দেখুন ফন্ট চেঞ্জ হচ্ছে। তবে হ্যাঁ আপনার পিসিতে অবশ্যই বিজয়ের ফন্ট থাকতে হবে। তা না হলে ফন্ট চেঞ্জ করতে পারবেন না।
আশা করি ভালো লেগেছে। লিখার কিছু পেলাম না। পুরো ব্লগে খালি ওয়ার্ডপ্রেস এর পোস্ট। আর তাই ভাবলাম এটি নিয়ে লেখে ফেলি।
ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন