প্রয়োজনীয় কিছু ইংরেজি++>>


প্রয়োজনীয় কিছু ইংরেজি++>>
কি আস্পর্ধা! - How dare !
কি দুঃখ! - What a pity!
কি বাজে বকো! - What nonsense!
কি বুদ্ধি! - What an idea!
কি ভীষণ/ কি ভয়ানক! - How terrible!
কি মিষ্টি! - How sweet!
কি লজ্জার কথা! - What a shame!
নিচে যাও - Go down.
নিশ্চয়ই! - Of course!
নেমে যাও/ নামো - Get down.
বলো - Speak.
এখনি যাও - Go at once.
এখান থেকে চলে যাও - Go away.
এখানে অপেক্ষা কর - Wait here.
এখানে থামো - Stop here.
এটাকে ভেঙো না - Don’t break it.
এদিকে এসো - Come here.
এদিকে দেখো - Look here.
ওরে বাবা! - Oh dear!
কখনই নয় - No, not at all.
কি লজ্জার কথা! - What a shame!
কি সুন্দর! - How lovely!
কেন হবেনা? / কেন নয়? - Why not?
খুব খুশির খবর! - How joyful!
খুব দুঃখের ব্যাপার! - How sad!
খুবই সুন্দর! - Excellent!
চুপ কর - Keep quiet.
চুপ করুন! - Quiet please/ please keep quiet!
ছিঃ খুব পরিতাপের বিষয়! - How
disgraceful!
ছিঃ! - How disgusting!
ঠিক আছে - It’s all right.
ঠিক আছে - It’s fine.
ঠিকই তো! - Yes, it is!
তাই নাকি! - Is it so!
তাড়াতাড়ি কর/ চল! - Hurry up!
1.Sorry, Nothing To Do.
দু:খিত, কিছু করার নেই
.
2. It Was Impossible For
Me.
এটা আমার জন্য অসম্ভব ছিলো
.
3. For That "I am
Extremely Sorry".
এই জন্য "আমি আন্তরিকভাবে
দু:খিত"
.
4. You Can Do It By
Another Way.
তুমি এটা অন্য পথে করতে পারো
.
5. I Can Suggest You.
আমি আপনাকে দিক-নির্দেশনা দিতে
পারি
.
6. If You agree With Me.
যদি তুমি আমার সাথে একমত হও
.
7. You Should Bear In
Mind.
তোমার মনে রাখা উচিৎ
.
8. Nothing Is Impossible.
কোন কিছু অসম্ভব না
.
9. So You Can try This.
তাই আপনি এটা চেষ্টা করতে পারেন
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন
না।
✬ এখান থেকে চলে
যাও - Go away.
.
✬ এখানে অপেক্ষা কর
- Wait here.
.
✬ এখানে থামো - Stop here.
.
✬ এটাকে ভেঙো না - Don’t break it.
.
✬ এদিকে এসো - Come here.
.
✬ এদিকে দেখো - Look here.
.
✬ কাল দেখা হবে - See you tomorrow.
.
✬ কখনই নয় - No, not at all.
.
✬ কেন হবেনা? / কেন নয়? - Why not?
.
✬ কি আস্পর্ধা! - How dare he!
.
✬ কি বাজে বকো! -
What nonsense!
.
✬ কি বুদ্ধি! - What an idea!
.
✬ কি ভীষণ/ কি
ভয়ানক! - How
terrible!
.
✬ কি মিষ্টি! - How
sweet!
.
✬ কি লজ্জার কথা! -
What a shame!
.
✬ কি সুন্দর! - How
lovely!
.
✬ খুব খুশির খবর! -
How joyful!
.
✬ খুব দুঃখের ব্যাপার! -
How sad!
.
✬ খুবই সুন্দর! -
Excellent!
.
✬ নিচে যাও - Go down.
.
✬ নিশ্চয়ই! - Of course!
.
✬ নেমে যাও/ নামো - Get down.
.
✬ বলো - Speak.
.
✬ ঠিক আছে - It’s all right.
.
✬ ঠিক আছে - It’s fine.
.
✬ ঠিকই তো! - Yes, it is!
.
✬ তাই নাকি! - Is it so!
.
✬ তাড়াতাড়ি কর/ চল!
- Hurry up!
ঝটপট কিছু ছোট ছোট শব্দের অর্থ শিখি-
++>>
Upset - বিপর্যস্ত হওয়া।
Set up - স্থাপন করা।
Income - উপার্জন।
Come in - ভিতরে আসা। Output - উৎপাদন।
Put out - নিভিয়ে ফেলা।
Overcome - কাটিয়ে উঠা/ জয় করা।
Come over - মনে আসা।
Outlook - দৃষ্টিভঙ্গি।
Look out - বাহিরে তাকানো। Outcome -
ফলাফল।
Come out - প্রকাশিত হওয়া।
Outgo - খরচ পত্র।
Go out - বাহিরে যাওয়া।
Outcast - সমাজচ্যুত।
Cast out - প্রত্যাখ্যান করা। Outset - শুরু।
Set out - যাত্রা করা।
Onset - প্রবল আক্রমণ।
Set on - লাগিয়ে দেওয়া।
#ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যার বানান মনে রাখা খুবই কঠিন হয়ে থাকে। তাই কঠিন সেই বানানগুলো মনে রাখাতে হলে কিছু কৌশলের আশ্রয় নেয়াই যায়। তাই নিচে খুব সহজ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ সেই ইংরেজি বানানগুলো মনে রাখার কৌশল দেয়া হলো-
1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Miscellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।
তথ্য:সংগ্রহীত।
কতোগুলো প্রয়োজনীয় বাংলা টু ইংরেজি-
* কি যা তা বলতেছো? – What the hell
are you talking?
* তুমি কত সুন্দর! – How beautiful you are!
* নিশ্বাস আমার তুমি – You are in my
breath.
* হৃদয় শুধু তোমার জন্য – My heart is only for
you.
* কিছু পেতে হলে কিছু দিতে হয় –
Give to take.
* চোখের আড়াল মানে মনের আড়াল
– Out of sight, out of
mind.
* বোকামী করোনা ! – Don't get mad.
* কি দারুণ চমক ! – What a pleasant surprise!
* হায় আল্লাহ্ ! – My Goodness .
* সব বাজে কথা – That's all nonsense.
* কি আপদ ! – What a nuisance!
* কে ধারধারে? – But who cares?
* প্রশ্নই উঠে না – Question does not arise.
* অপদার্থ কোথাকার ! – Worthless!
* মোটেও নয় – Not at all.
* গোল্লায় যাক – Go to the devil.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন