ট্যাগ অপশন বন্ধ করার উপায়




ফেসবুকে ট্যাগ বন্ধ করার কোন সিস্টেম আপাতত নেই। তবে আপনি যা করতে পারেন, তা হলো আপনার ফেসবুকের Settings -> Timeline & Tagging option এ যান। সেখানে Review tags people add to your own posts before the tags appear on Facebook? এর পাশের edit বাটনে ক্লিক করুন। এবং এটা enable করে দিন। এখন আপনাকে কেউ কোন পোস্ট ট্যাগ করলেও সেটা আপনার টাইমলাইনে ততক্ষণ দেখা যাবে না, যতক্ষণ আপনি সেই ট্যাগটি approve না করছেন। তবে হ্যাঁ, সেটা ফেসবুকের অন্য জায়গায় দেখা যাবে।
এরপর আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে আগের অপশন এর নিচে দেখুন আরেকটি অপশন আছে। When you're tagged in a post, who do you want to add to the audience if they aren't already in it? এর পাশে edit বাটনে ক্লিক করে আপনার পছন্দমত অপশন সিলেক্ট করে দিন। আপনাকে কেউ কোন পোস্টে ট্যাগ করলে কারা কারা সে পোস্টটি দেখতে পাবে এখান থেকে আপনি তা ঠিক করে দিতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন