ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে বিসিসি–বেসিস চুক্তি

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি রোববার ঢাকায় বিসিসি কার্যালয়ে সই হয়েছে। বিসিসি সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিসিসির পক্ষে নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও বেসিসের পক্ষে সভাপতি মোস্তাফা জব্বার সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ এনামুল কবির, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান ও সচিব হাশিম আহম্মদ।

আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার,৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা
নন্দী ভবন - (৩য় তলা),(ইসলামী ব্যাংক সংলগ্ন, গাজীপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর পাশের বিল্ডিং),চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.uit.com.bdwww.uttarainfotech.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন