এবার বিজ্ঞাপনী আয়ে ফেসবুকের নজর


ক্রমবর্ধমান বাজারে ক্ষুদ্র ব্যবসার প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে সরাসরি তাদের পণ্য বা সেবা বিক্রি করতে পারে, এ জন্য ফেসবুক পেইজে নতুন সুবিধা এনেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি। বুধবার ফেসবুকের পক্ষ থেকে এ খবর জানানো হয়। 
এক সাক্ষাৎকারে ফেসবুক পেইজের পণ্য বিপণন পরিচালক বেনজি শোমেইর বলেন, যদি কোনো ব্যবসা তাদের পেইজ থেকে আয় দেখতে পায়, তাহলে একটা বড় সুযোগ আছে যে তারা বিজ্ঞাপনদাতা হবে।
বিশ্বব্যাপী ছয় কোটিরও বেশি ব্যবসায় প্রতিষ্ঠান ফেসবুক পেইজ ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এছাড়া ফেসবুকে বর্তমানে সক্রিয় বিজ্ঞাপনদাতার সংখ্যা ৩০ লাখ। 
ব্যবহারকারীদের জন্য ফেসবুকের সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত বাজার হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন