যারা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান আজকেই যোগাযোগ করুন উওরা ইনফোটেক এ.




কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ কম্পিউটার ও ইন্টারনেট তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অর্থের বিনিময়ে অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয়ার এ কাজকে আউটসোসিং বলে। যারা আউটসোর্সিং কাজ করেন তাদের এই পেশাকে বলা হয় ফ্রিল্যান্সিং। যারা আউটসোর্সিং এর কাজ করে তাদের বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, ই-ল্যান্স, গুরু, ভি-ওয়ার্ক, আপওয়ার্ক ইত্যাদি অনলাইন জব মার্কেটপ্লেস।
ডেটা এন্ট্রি, SEO সোস্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ব্লগিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ইত্যাদি কাজের চাহিদা বেশী।

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় সকলের/তরুনদের আগ্রহের কারণ কী?

এ ধরনের কাজে অফিসের মত বিশেষ কোন স্থান বা ধরাবাঁধা সময় দিতে হয়না, অন্যান্য পেশার সাথে জড়িত ব্যক্তি, গৃহীনি এমনকি ছাত্ররাও তাদের পড়ালেখার পাশাপাশি এ পেশায় জড়িত হতে পারে। তরুনদের প্রতি আগ্রহ প্রবল, পড়াশোনার পাশাপাশি যে কোন স্থানে বসেই এ ধরনের কাজের সুযোগ রয়েছে বলে তারা এ ধরনের পেশায় আগ্রহী।

মাল্টিমিডিয়া ক্লাসরুম কেন ফলপ্রসূ?

এটি এমন একটি ক্লাসরুম যেখানে বর্ণ, চিত্র ও শব্দ এই তিনিটি মিডিয়া সম্বলিত ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার করে পাঠদান করা হয় তাকে মাল্টিমিডিয়া ক্লাসরুম বলে। শিক্ষা উপকরণ হিসেবে রয়েছে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারএকটিভ সফটওয়্যার বা ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, অ্যানিমেশন, ভিডিও ক্লিপস্, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি
শিক্ষা উপকরণ হিসেবে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারএকটিভ সফটওয়্যার বা ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, অ্যানিমেশন, ভিডিও ক্লিপস্, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ব্যবহার করা হয় ফলে পাঠদান কার্যক্রমকে করে তোলে আনন্দদায়, দূর্বল শিক্ষার্থীদের জন্য সহজবোধগম্য, অল্পসময়ে শিখনফল হয় স্থায়ী, বেশী পাঠদান সম্ভব হয় বলে এটি ফলপ্রসূ।

আমাদের অফিসের ঠিকানা:
উওরা ইনফোটেক
৮৭, বিএনএসসেন্টার, ৬ষ্ঠতলা(রুমনং-৬১০/এ, এবং৬১৪),
সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।
হ্যালো :০১৯৩৫৯০০৯৩৩, ০১৬১১৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uttarainfotech.com
অথবা
নন্দীভবন - (৩য়তলা),
(ইসলামীব্যাংকসংলগ্ন, গাজীপুরইঞ্জিনিয়ারিংইনষ্টিটিউটএরপাশের বিল্ডিং),
চন্দনাচৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।
হ্যালো :০১৯৭৩৯০০৯৩৩
বিস্তারিতজানতেভিজিটকরুন: www.uit.com.bd

ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/uttarainfotech/ ,
https://www.facebook.com/freelancingtrainingingazipur/ ,
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/watch…
ইমেইলঃ admin@uttarainfotech.com ,
ভাল লাগলে বন্ধুদেরকে জানিয়ে দিতে শেয়ার করে দিন এখুনি। ফ্রিল্যান্সিং এ আমাদের ফলো করবেন আশা করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন